Thursday, August 28, 2025
Homeবিনোদনছাদনাতলায় উর্বশীকে দেখা যাবে কার সঙ্গে! ঋষভ নাকি...!

ছাদনাতলায় উর্বশীকে দেখা যাবে কার সঙ্গে! ঋষভ নাকি…!

ক্রিকেটের মাঠে ভারত পাক লড়াই মানে টেনশনের চরম শিখর। গতকাল রবিবার দুবাইতেও চ্যাম্পিয়ন ট্রফি হাই ভোল্টেজ ভারত-পাক ম্যাচ(Ind vs Pak match) এর অন্যথা ছিল না। এই হাই ভোল্টেজ ম্যাচে ভারত পাকিস্তানকে হারিয়ে দিয়েছে। সেখানে ভারতের গলা ফাটাতে ‘চিয়ারলিডার’ বলিউড মডেল-অভিনেত্রী ঊর্বশী রাউতেলা(Urvashi Rautela)পৌঁছে গিয়েছিলেন। আগামীকাল একটা ২৫শে ফেব্রুয়ারি তিনি ৩১ বছরে পা দেবেন। তাই গ্যালারিতেই চলে এলো, চেরি দেওয়া চকোলেট কেক। যা দেখে সারপ্রাইজড ঊর্বশী আপ্লুত। নিজেই সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে চেন অভিনেত্রী। স্টেডিয়াম কর্মীর হাত থেকে সেই কেক তুলে নিলেন লাজুক ঊর্বশী! গোলাপি লং ড্রেস পরেছিলেন খোলা চুলে। নেটিজেনদের কৌতূহল এমন সারপ্রাইজ গিফট কে পাঠালেন উর্বশীর জন্য! তাহলে কি ভারতীয় দলের ক্রিকেটার ঋষভ পন্থের(Rishabh Pant) ধ্যান ভাঙ্গালেন উর্বশী! এমন ভাবনা কি নেটিজেনদের আস্বাভাবিক! তাহলে কি গ্ল্যামার দুনিয়ার সঙ্গে আর একবার ক্রিকেট দুনিয়ার ছাদনাতলায় দেখা হবে!
কাপুর পরিবারের এক বিয়েতে সম্প্রতি উপস্থিত ছিলেন তারকারা। সেখানে ফ্যাশন ইনফ্লুয়েন্সিয়ার ওরি(Orry)- ও ছিলেন। বিয়ের অনুষ্ঠানে তার সাজের প্রশংসা করেছেন অনেকেই। মন্তব্য বিভাগে ঊর্বশী লিখেছেন তোমার বিয়েতে যোগ দিতে আর দেরি করতে পারছি না।ওরি তার উত্তরে লিখেছেন, ‘আমাদের’। আর সেখানেই অনুরাগীদের গুঞ্জন। তবে কি ঊর্বশীর সঙ্গে ওরি গাঁটছড়া বাঁধতে চলেছেন! অনেকেরই রসিকতা ‘উর্বশীকে ওরি কি সামলাতে পারবেন?’
দক্ষিণের ছবি ‘ডাকু মহারাজ'(Daku Maharaj) এ ৩৪ বছরের বড় বালাকৃষ্ণার সঙ্গে ‘দাবিড়ি দিবিড়ি’ নাচ ‘অশ্লীলতা’র বিতর্ক তুলেছে । দর্শকদের ধারণা এই নাচের জন্যই ছবি মুক্তির আগেই ১৫০ কোটির ক্লাবে পৌঁছে গিয়েছে ‘ডাকু মহারাজ’।

Read More

Latest News